বছরের সবথেকে সুন্দর একটা সময় হল শীতকাল। শীতের ভোরবেলায় কুয়াশা মোড়া পরিবেশটা দেখে মন ভরে যায়। আবার শীতে নরমাল সারাদিন আরাম করতে ইচ্ছে করে আর সেই শীতের সকালে মন ভালো করার জন্য লেপের মধ্যে থেকে যদি শীতের সকালের শুভেচ্ছা বার্তা পাওয়া যায়। তবে তো মন আনন্দে ভরে ওঠে।
সুন্দর এই শীতকালে বেশ কিছু সুন্দর সুন্দর শীতের সকালে শুভেচ্ছা বার্তা ঝটপটে দেখে নেওয়া যাক। এই শুভেচ্ছা বার্তাগুলো আপনি যেকোন মানুষকে পাঠাতে পারবেন আবার যে কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করতে পারবেন। শীতের সকালে গরম চায়ে চুমুক দিতে দিতে তা বেশ আয়েশ করে পড়া যাবে আর তার সঙ্গে মন হয়ে উঠবে ফুরফুরে। চলুন তাহলে আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক।
Contents
- 1 ভালোবাসাময় শীতের সকালের শুভেচ্ছা বার্তা
- 2 আনন্দের শীতের সকালের শুভেচ্ছা বার্তা
- 3 রোমান্টিক শীতের সকালের শুভেচ্ছা বার্তা
- 4 দুঃখের শীতের সকালের শুভেচ্ছা বার্তা
- 5 হাসির শীতের সকালের শুভেচ্ছা বার্তা
- 6 100+ শীতের সকালের শুভেচ্ছা বার্তা ।। Amazing Winter Quotes
- 7 100 টি সুন্দর সকালের শুভেচ্ছা বার্তা
- 8 100 गुड मॉर्निंग कोट्स हिंदी खूबसूरत सुविचार || Good Morning Quotes Hindi Main
ভালোবাসাময় শীতের সকালের শুভেচ্ছা বার্তা
শীতকাল মানেই হলো এক ভালোবাসা ঋতু। এই সময় আমরা ভালোবাসার জগতে বিরাজ করি। ভালোবাসার মানুষকে মনের কথা বলতে পারি । শীতে দুপুরে, প্রেমিকের সঙ্গে পার্কে বেড়াতে ভালই লাগে আবার শীতের সকালে প্রিয় মানুষটির সঙ্গে কাটাতে এবং ঘর তার সাথে যদি এক কাপ গরম কফি থাকে তাহলে আরো বেশি ভালো লাগে।। তো চলুন আজকে ভালোবাসা ময় বেশ কিছু সুন্দর সুন্দর শীতের সকালের শুভেচ্ছা বার্তা দেখে নেওয়া যাক।।

শীত হলো পৃথিবীর ঘুমের ঋতু, বিশ্রামের ঋতু।
ভালোবাসা যেমন অনুভব করতে হয়, শীতের তীব্রতার আনন্দ অনুভব করতে হয়।
মানুষ যখন আনন্দে থাকে তখন কোন ঋতুই তার খেয়ালে থাকে না।
শীতকাল ক্রিস মাস আছে বলেই আনন্দের সময় আছে।
কুয়াশা ভরা রাস্তায় আমি হেঁটে যেতে চাই হাজার বছর তোমার হাত ধরে।
প্রকৃতি আনন্দিত হয় যখন শিশির মাখা ঘাস গুলো মাথা তুলে দাঁড়িয়ে থাকে সূর্যের নরম আলো মাখার জন্য।
শীতের শিশির এরমধ্যেই পা ডুবিয়ে হেঁটে যেতে চাই সহস্র যোজন পথ শুধু তোমার সাথে।
যে প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি সেখানে প্রতিটি ঋতুই আনন্দের জন্য তৈরি।
শীতের প্রতিটি সূর্যোদয় আমি তোমার সাথে দেখতে চাই প্রিয়।
ভোরের আলোর মতো নরম তোমার মন, শিশির ভেজা ঘাসের মতো সিক্ত তোমার হৃদয়।
আনন্দের শীতের সকালের শুভেচ্ছা বার্তা
শীতকাল মানে জীবনে নতুন আনন্দ আগমন হওয়া। সারা শীতকাল জুড়ে হয়ে যায় বিভিন্ন ধরনের মেলা আর পিকনিক তো আছেই। পিকনিক মেলা এসব মানেই প্রচুর মানুষের সমাগম। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। খাদ্য মেলা থেকে শুরু করে জামা কাপড়ের মেলা, ট্রেডার্স এর মেলা, বইমেলা এইরকম বিভিন্ন মেলা বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আর মানুষের মনে থাকে অফুরন্ত আনন্দ মেলায় যাওয়ার একটা হিড়িক। এছাড়া বিভিন্ন আঞ্চলিক মেলা তো আছেই। আর রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিখ্যাত বিখ্যাত মেলা যেমন পৌষ মেলা। আসলে এছাড়া শীতকাল টাই হচ্ছে এক আনন্দের উৎসব। চল নিচে আরও বেশকিছু আনন্দের শীতের সকালে শুভেচ্ছা বার্তা দেখে নেওয়া যাক।

শীতকাল শুধুমাত্র একটা ঋতু নয়। এটা উৎসবের ঋতু।
শীত মানেই বাঁধন ছাড়া অসীম আনন্দের উৎস।
আসুন সকলে মেতে উঠি আমাদের এই শীতের আনন্দে।
গরমের তীব্র কষ্টের পর, বর্ষার বন্যার কষ্টের পর আসুন সকলে মেতে উঠি শীত উপভোগ করি।
শীত হলো এমনই তো যেখান থেকে আবার সব নতুন করে শুরু করা যায়।
শীত আছে বলেই আমরা পিঠে পায়েসের আনন্দে মেতে উঠি।
শীত আমার কাছে বড়ই আনন্দের কারণ আমি খাদ্য রসিক মানুষ।
তুষারে ঢাকা রাস্তা, কনকনে হাওয়া তার মধ্যেও আনন্দের বাঁধ ভাঙ্গা হয় যখন প্রকৃতি সেজে ওঠে সদা বরফে।
আমি পেঙ্গুইন হয়ে হেঁটে আসতে চাই বরফের রাজ্যে।
শীতের আগমন হয় বলেই বসন্তের আগমন হয়।
গরমের তীব্র তাপদাহ যতটা মনে যন্ত্রণাদায়ক, শীতের বরফের ধারা ততটাই আনন্দদায়ক।
কষ্ট আছে বলেই সুখ আছে, গরম আছে বলেই শীত আছে।
জীবন হোক শীতের মতো শান্ত, মন হয়ে উঠুক বসন্তের মতো ফুরফুরে।
প্রতিটা শীতেই আমি বেঁচে থাকতে চাই শীতের আনন্দ উপভোগ করার জন্য।
মানুষের জীবন অনেকটা শীতকালের মত যখন চাদর মুড়ি দিয়ে নিস্তব্ধে একা থাকা যায়। আর উপভোগ করা যায় জীবনকে।
রোমান্টিক শীতের সকালের শুভেচ্ছা বার্তা
শীতকাল মানে রোমান্টিকতার শুরু। প্রেমিক-প্রেমিকা অথবা স্বামী স্ত্রী যাই বলুন না কেন শীতকাল মানেই তাদের কাছে একটা আনন্দের ঋতু। শীতে নরম আলোতে বসে প্রেম আলাপ করাটাও একটা আনন্দের বিষয়। জীবনে অনেক বড় ছোট সমস্যা হতে পারে কিন্তু যদি সঙ্গীর সাথে একসাথে বসে সেগুলো আলোচনা করে নেয়া যায় তাহলে সেগুলো সহজেই সমাধান হয়ে যায়।। তাই বলা হয় যে, সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানো একটা সম্পর্কের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে শীতকাল হলে তো কথাই নেই তাই না। তাহলে চলুন আরো কিছু রোমান্টিক শীতের সকালের শুভেচ্ছা বার্তা দেখে নেওয়া যাক।।

শীতের তীব্রতা সারা শরীরে অনুভব করছি কিন্তু মনে মনে বসন্তের আগুন অনুভব করছি।
তুমি আছো বলেই শীত এত সুন্দর প্রিয়।
শীত হলো আরাম ও তৃপ্তি খুঁজে নেওয়ার ঋতু।
শ্বেত শুভ্র বিছানা আর পাশে তুমি, এই হলে শীতে কখনোই কষ্ট পাবো না আমি।
শীত হলো এমনই এক ঋতু আমাদের রোমান্টিকতাকে বাড়তে দেয়।
ঠান্ডাতে চারদিক নিস্তব্ধ আর আমার হৃদয়ের শব্দ একাকার হয়ে গেছে।
ভালোবাসার জন্য কোন স্পেশাল ঋতু হয় না একজন স্পেশাল মানুষই যথেষ্ট।
শীত এলে বসন্ত কি পিছনে থাকতে পারে?
একই কম্বলের ভেতরে থেকে তুমি কি আমার হৃদয়ের শব্দ শুনতে পাও না?
জীবনে শীতের মতো শান্ত যদি অনুভব না করতে পারো তাহলে বসন্তকে অনুভব করা সহজ হবে না।
প্রতিটি শীত আমি তোমার প্রেমে মাতোয়ারা হয়ে যেতে চাই।
আমি শীতের দেশে বরফের তলায় থেকেও পাহাড়ি ঝর্ণা শব্দ শুনতে চাই আর তার সাথে তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনের শব্দ শুনতে চাই।
শীত আছে বলেই যেমন বসন্ত এত সুন্দর প্রেম আছে বলেই জীবন এত সুন্দর।
ভালোবাসার আগুন শীতের তীব্রতা কে কমিয়ে দিতে সক্ষম।
গোলাপ ফুল ওভালোবাসার প্রতীক, আর শীত হলো তার সাক্ষী।
প্রিয়, প্রতিটা শীতেই আমি অপেক্ষায় রইব তোমার।
দুঃখের শীতের সকালের শুভেচ্ছা বার্তা
সাধারণ মানুষের কাছে শীত যতই আনন্দের হোক অনেকের কাছেই শীত দুঃসহ যন্ত্রণাদায়ক। যেমন ধরুন যারা মাথার উপর ছাদ পায় না, যারা ফুটপাতবাসী তাদের কাছে শীত অনেক কষ্টের। এত তীব্র শীতের মধ্যে তারা ঠক ঠক করে কাঁপতে থাকে তাদের কাছে না থাকে শীতের যথেষ্ট পোশাক আর না থাকে মস্ত কম্বল। অর্ধেক মানুষ আনন্দে যেমন থাকে তেমনি অর্ধেক মানুষ কষ্ট তেও থাকে। তার ওপর যদি শীতের মাত্রা বেশি থাকে তাহলে উপভোগ করার থেকে যন্ত্রণাদায়ক হয়ে ওঠে তাদের কাছে অনেক বেশি। যাইহোক নিচের অংশ আরও বেশ কিছু শীতের সকালের শুভেচ্ছা বার্তা দেখে নেওয়া যাক।

তুমি যখন থাকো লেপের আরামেতে ওরা তখন থাকে রাস্তায় কাঁপতে।
শীত আমাদের জীবনের আনন্দ করার জন্য আর কিছু মানুষের কাছে তা অত্যন্ত দুঃখের জন্য।
ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা সেই ফুটপাতবাসী গুলোকে যেন ঠান্ডায় কাঁপতে না হয়।
তোমার শিশু কম্বলে মুড়ি দিয়ে, আমার শিশু কাঁপে রাস্তায় দাঁড়িয়ে।
জীবনে এমন একটা জায়গায় পৌঁছতে চাই যেখানে গিয়ে দুটো পথশিশু হলেও তাদেরকে কম্বল দিয়ে আগলে রাখতে পারি শীতে।
ওরা কম্বলের আরাম বোঝেনা কিন্তু ওরা আগুনের তাপের মর্ম বোঝে।
হাসির শীতের সকালের শুভেচ্ছা বার্তা
মানুষের জীবনে হাসি আনন্দ এইসব নিয়েই তৈরি হয় এর মধ্যে কোন গুণ মানুষের থাকবে না এটা হতে পারে না। আমরা মানুষের সাধারণ ছোটখাটো বিষয় নিয়ে যদি হাসিতে মজাদার জীবন কাটাতে পারি তাহলেই জীবন সার্থক। শীতকালে যখন অনেক বন্ধু-বান্ধব আসে বা বাড়ির অনেক সদস্য একসাথে জমায়েত হয় তখন হাসি আনন্দে মেতে উঠে সারা বাড়ি। আর তার সঙ্গে রয়েছে শীতের মনমুগ্ধকর বিভিন্ন ধরনের খাবার। সারা বছর শীতের জন্য অনেক মানুষ যার জন্য অপেক্ষা করে থাকে তা হলো পিঠে পায়েস। চলো নিচে বেশ কিছু হাসির শীতের সকালের শুভেচ্ছা বার্তা পড়ে নেওয়া যাক।

যতই সারা বছর আমাকে গুরুত্ব না দাও, প্রত্যেকেরই একদিন না একদিন ঠিক সময় আসে নিজের দিকে গুরুত্ব নেওয়ার।
- ইতি তোমার লেপ
কম্বল ছাড়া যেমন শীতকাল গুরুত্বহীন ঠিক তেমনি বউ ছাড়া স্বামী গুরুত্বহীন।
তোর সঙ্গে বন্ধুত্ব করা যায় সারা জীবনের কিন্তু আরামের লেপ দেওয়া যায় না কোনদিন।
শীত মানেই ফুলকপির দিন, আর ফুলকপি মানেই গ্যাসের দিন।
তাই ফুলকপি তাড়ান গ্যাস বাঁচান।
শীতের রাতের কম্বল যতটাই আনন্দদায়ক ভোরের কম্বল ততটাই বেদনাদায়।
তুষার ছাড়া শীত নেই, লেট ছাড়া মানুষ নেই, আবার গন্ধ ছাড়া লেপ নেই।
শীতের উষ্ণতম দিন হোক কিন্তু গন্ধতম না হোক ঈশ্বরের কাছে তাই চায়।
শীত মানেই ভ্রমণের আনন্দ, পিকনিকের আনন্দ আর আমার কাছে সর্দির জন্য নাক বন্ধ।
শীতের রাত শুধুমাত্র বিবাহিতদের জন্যই শ্রেয় সিঙ্গেলদের জন্য নয়।
বরফ ছাড়া শীত হয় না, সঙ্গী ছাড়া সুখ হয় না।
শীতকালে সবার প্রেম হবে আর আমার সর্দি হবে কাশি হবে, জ্বর হবে।
শীতকাল কি শুধুমাত্র পুরুষদের জন্যই পড়ে ? মহিলারা তো শীতকালে সোয়েটার ছাড়াই বিয়ে বাড়িতে শাড়ি পরে।
শীতে নিউমোনিয়া হয়ে মরে যাওয়া যাবে কিন্তু বিয়ে বাড়িতে সোয়েটার পড়ে যাওয়া যাবে না।
- ইতি বিয়ে বাড়ির মহিলা সদস্য
আজকে শীতের সকালে সুন্দর শুভেচ্ছা বার্তা বলি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের পাশে থাকা আমাদের কাছে খুবই জরুরী। উপরে দেওয়া বার্তা বলি আপনি যে কোন মানুষকে পার্সোনালি পাঠাতে পারেন আবার যে কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও শেয়ার করতে পারেন শীতের সকালের শুভেচ্ছা জানাবার জন্য। আজকে শীতের সকালে শুভেচ্ছা বার্তা বলি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানান আমরা অপেক্ষায় রইলাম।
-
100+ শীতের সকালের শুভেচ্ছা বার্তা ।। Amazing Winter Quotes
বছরের সবথেকে সুন্দর একটা সময় হল শীতকাল। শীতের ভোরবেলায় কুয়াশা মোড়া পরিবেশটা দেখে মন ভরে যায়। আবার শীতে নরমাল সারাদিন আরাম করতে ইচ্ছে করে আর সেই শীতের সকালে মন ভালো করার জন্য লেপের মধ্যে থেকে … Know more
-
100 টি সুন্দর সকালের শুভেচ্ছা বার্তা
শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো।আচ্ছা একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। দিনের সব থেকে সুন্দর মুহূর্ত হল সকাল। সূর্যের নরম আলোয় উদ্ভাসিত হয়ে যায় চারিদিক । প্রকৃতি … Know more
-
100 गुड मॉर्निंग कोट्स हिंदी खूबसूरत सुविचार || Good Morning Quotes Hindi Main
सभी को सुप्रभात। हर सूर्योदय सभी के जीवन को रोशन करे। आज के उद्धरण (गुड मॉर्निंग कोट्स हिंदी खूबसूरत सुविचार) सभी के दिलों में अनंत खुशियाँ लाएँ। पूरी दुनिया सुबह की कोमल रोशनी से भर … Know more

